শনিবার :: ০৩.০৩.২০১৮
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের বোলতলা থেকে রামচন্দ্রপুর হাট পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাটিকে নিয়ে গত ১৫ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় দৈনিক গৌড় বাংলাসহ জাতীয় পত্রিকা ও অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশিত হয়। দীর্ঘদিন যাবৎ চলাচলের অনুপযোগী হয়ে পড়ার কারণে রাস্তাটিতে চলাচল করতে খুব সমস্যায় পড়তে হত এলাকার মানুষদের। রামচন্দ্রপুর হাটে গরুর বিট-খাটাল হওয়ায় প্রতিদিন গরু বোঝাই শতাধিক ট্রাক এই রাস্তা দিয়ে যাতায়াত করতেও সমস্যা হত। এই রাস্তা দিয়ে রানীহাটি, চরবাগডাঙ্গা, ঘোড়াপাখিয়া, নারায়ণপুর ও সুন্দরপুর ইউনিয়ন পরিষদের কয়েক হাজার মানুষ প্রতিদিন চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর ও শিবগঞ্জ উপজেলায় যাতায়াত করে। অবশেষে চরাচলের অনুপযোগি রাস্তাটির সংস্কার কাজ শুরু হয়েছে। সরজমিনে শনিবার গিয়ে দেখা যায় রাস্তার পুরাতন পিচ ঢালাই উঠিয়ে মাটি, বালু ও ইটেরগুড়া দিয়ে রোলার করে সমান করা হয়েছে। কিছুদিনের মধ্যেই শুরু হবে মূল কাজ। বোলতলা মসজিদ থেকে রামচন্দ্রপুর হাট পর্যন্ত রাস্তাটি এখন চলাচলের উপযোগি করে তোলা হয়েছে। শতভাগ কাজ সমাপ্ত হলে ঘুচে যাবে এলাকাবাসীর দীর্ঘদিনের এ সমস্যা। এলাকার গন্যমান্য ব্যক্তিসহ সকলে রাস্তাটি মেরামতের জন্য কর্তপক্ষকে সাধুবাদ জানিয়েছেন।