
চলতি ২০২৩-২৪ বোরো মৌসুমে উচ্চফলনশীল-উফশী জাতের ধানের আবাদ ও উৎপাদন বাড়াতে দেশের ১৫ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ১০৭ কোটি ৬২ লাখ টাকার প্রণোদনা দেবে সরকার। গতকাল জারি করা এ সংক্রান্ত সরকারি আদেশে বলা হয়েছে, সারা দেশের ১৫ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক প্রণোদনা পাবেন। একজন কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য প্রয়োজনীয় ৫ কেজি উফশী জাতের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে পাবেন।