বৈরি আবহাওয়ায় খালাস করা যাচ্ছে না ভিয়েতনামের চাল।

বুধবার ঃঃ ১৯.০৭.২০১৭
বৈরি আবহাওয়ার কারণে লাইটারিংয়ের কাজ বন্ধ থাকায় ভিয়েতনাম থেকে চাল নিয়ে আসা প্রথম জাহাজটি চট্টগ্রাম বন্দরের জেটিতে প্রবেশ করতে পারছে না। আজ এমভি ভিসাদ নামের জাহাজটির জেটিতে প্রবেশের কথা ছিল। বন্দর সূত্র জানায়, দুটি জাহাজে মোট আড়াই হাজার টন চাল খালাস শেষে আজ ওই জাহাজটির জেটিতে প্রবেশের কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে গতকাল বিকেল থেকে চাল খালাসের কাজ বন্ধ ছিল।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …