রবিবার :: ১৮.০৩.২০১৮
বাংলাদেশ সোসাইটি অফ ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন (বিএসসিসিএম) এবং বাংলাদেশ সোসাইটি অফ ক্রিটিক্যাল কেয়ার নার্সিংয়ের যৌথ উদ্যোগে ১০ দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন ক্রিটিকন-থ্রি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী বক্তব্যে বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার মানের দিকে নজর দেওয়ার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। কৃষিবিদ ইন্সটিটিউশনে আজ সকালে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “আমাদের প্রাইভেট সেক্টর এগিয়ে আসছে। সেখানেও তারা মেডিকেল কলেজ করছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের খ্যাতিমান চিকিৎসকদের বই লেখার তাগিদও দেন।