
ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করা এবং নিজ দেশে বিরোধীদলের ওপর কঠোর দমনপীড়ন চালানোর অভিযোগে বেলারুশের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ইইউ। গতকাল বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক বৈঠকে এ বিষয়ে একমত হয়েছে ইউনিয়নভুক্ত দেশগুলো। বৈঠকের পর বিষয়টি জানানো হয়। এ বিষয়ে ইইউর সভাপতির দায়িত্ব পালন করা স্পেনের পক্ষ থেকে জানানো হয়েছে, কঠোর নিষেধাজ্ঞার আওতায় বেলারুশের কর্মকর্তাদের ভিসা না দেয়া, সম্পদ বাজেয়াপ্ত কিংবা কালোতালিকাভুক্ত করা হবে।