বেলারুশের ওপর কঠোর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইইউ

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করা এবং নিজ দেশে বিরোধীদলের ওপর কঠোর দমনপীড়ন চালানোর অভিযোগে বেলারুশের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ইইউ। গতকাল বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক বৈঠকে এ বিষয়ে একমত হয়েছে ইউনিয়নভুক্ত দেশগুলো। বৈঠকের পর বিষয়টি জানানো হয়। এ বিষয়ে ইইউর সভাপতির দায়িত্ব পালন করা স্পেনের পক্ষ থেকে জানানো হয়েছে, কঠোর নিষেধাজ্ঞার আওতায় বেলারুশের কর্মকর্তাদের ভিসা না দেয়া, সম্পদ বাজেয়াপ্ত কিংবা কালোতালিকাভুক্ত করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top