সোমবার :: ০৯.১২.২০১৯।
চাঁপাইনবাবগঞ্জে বেগম রোকেয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা চত্বর হতে র্যালিটি বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম। সভায় আরো বক্তব্য দেন, পৌর কাউন্সিলর ও পৌর নারী ও শিশু স্থায়ী কমিটির সভাপতি সিদ্দীকা সিরাজুম মনিরা ও পৌর কাউন্সিল আব্দুল বারেক। এসময় আরো উপস্থিত ছিলেন, পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীসহ অন্যরা। তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্প, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহাযোগিতায় এর র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময়, পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, বেগম রোকেয়া দিবস হচ্ছে একটি প্রতীক। বেগম রোকেয়া ছিলেন নারী জাগরণের অগ্রপ্রতীক। যে সময়ে আমাদের মা বোনেরা ঘরের অন্দরমহরের অন্ধকারে থাকতেন, যেখানে শিক্ষার আলো ছিল না সেই পথে আলোর মশাল জালিয়েছিলেন। আজকের বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠি নারী সুুতরাং তাদেরকে অন্ধকারে রেখে এ জাতির অগ্রগতি সম্ভব না। আজকে নারীদের মধ্যে জাগরণ সৃষ্টি হয়েছে বেগম রোকেয়ার পথ অবলম্বন করে। আমরা চাই আমদের এই জাতীয় উন্নয়নের মহাসড়কে যেভাবে আমরা চলছি যদি আমদের লক্ষ্যে পৌঁছাতে হয় তবে নারী পুরুষ একত্রে কাজ করতে হবে।