বৃহস্পতিবার :: ১৬.১১.২০১৭
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে জায়গা পেতে প্রথম সেমিফাইনালে আজ শক্তিশালী পাকিস্তানের মুখোমুিখ হয় বাংলাদেশ। মালয়েশিয়ার কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভালে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হাসান খান। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৭৪ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৩৯ ওভারে ৫ উইকেটে পাকিস্তানের ১৯৯ রানের সময় বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে ডিএল মেথডে ২ রানে হারে বাংলাদেশ। ফলে পুরো টুর্নামেন্টে দাপুটে পারফরম্যান্সের পরও অপ্রত্যাশিত হারে ফাইনালে উঠতে ব্যর্থ হয় পিনাক ঘোষ-সাইফ হাসানারা।