শুক্রবার :: ২০.১২.২০১৯।
বন্ধুহল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর স্মৃতি গোল্ডকাপ মিনি ফুটবল টূর্ণামেন্টে-২০১৯ এর উদ্বোধন করা হয়েছে। আজ বিকেলে বারঘরিয়া দৃষ্টিনন্দন পার্কে ৪ নং ১২ ঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খান খায়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ট্রাক-কার্ভাড-ভ্যান-অটো শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শওকত আলী। উদ্বোধনী খেলায় জনি ব্রয়লার হাউস বাদুরতলা বনাম রঙের ছোঁয়া হার্ডওয়ার বারঘরিয়া দল অংশগ্রহণ করে। খেলায় ১-১ গোলে ড্র হলে টাইব্রেকারে জনি ব্রয়লার হাউস দল জয় লাভ করে।