বিহার রাজ্যে ট্রেন দুর্ঘটনায় নিহত ৪

ভারতের বিহার রাজ্যে ট্রেন দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮০ জন। স্থানীয় সময় গতকাল রাতে বিহারের বক্সারের কাছাকাছি একটি অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। এনডিটিভির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল রাতে দিল্লির আনন্দবিহার টার্মিনাল থেকে ছেড়ে আসা নর্থ ইস্ট এক্সপ্রেস ট্রেনটি বক্সারের কাছাকাছি অবস্থিত রঘুনাথপুর স্টেশনের কাছাকাছি লাইনচ্যুত হয়। যাত্রাবাহী ট্রেনটি আসাম রাজ্যের গুয়াহাটি নিকটবর্তী কামাখ্যার দিকে যাচ্ছিল। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে এনডিটিভিকে দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, জাতীয় ও রাজ্য পর্যায়ের দুর্যোগ বিভাগের সদস্যরা এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের বিহারের রাজধানী পাটনার অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউটে নেওয়া হয়েছে চিকিৎসার জন্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top