
পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরে বিষাক্ত ধোঁয়াশা হাজার হাজার মানুষকে অসুস্থ করে ফেলছে। কর্তৃপক্ষ রবিবার পর্যন্ত শহরের শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। বিবিসি আজ জানিয়েছে, পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরে ধোঁয়াশা বিপজ্জনক মাত্রায় বেড়েছে। পাঞ্জাব প্রাদেশিক সরকার লাহোরসহ ৩টি শহরের স্কুল, অফিস, মল ও পার্ক রোববার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। গত কয়েকদিন ধরে লাহোরের বাতাসের মান সূচক ৪০০ এর কাছাকাছি চলে গেছে। ভারতের রাজধানী দিল্লিতে বায়ুদূষণ উদ্বেগজনক মাত্রায় বাড়ায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। লাহোরের কিছু বাসিন্দা বিবিসি উর্দুকে জানিয়েছেন, বিষাক্ত পরিবেশের কারণে তাদের স্বাস্থ্য এবং অন্যান্য দৈনন্দিন কাজ মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে। পাঞ্জাবে চিকিৎসা কেন্দ্র, মুদি দোকান এবং গ্যাস স্টেশন খোলা রয়েছে।