
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ.কে.এম গালিভ খান। পবিত্র কোরআন তেলোয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলম। মায়িশা মালিহার উপস্থাপনায় শিশু দিবস নিয়ে বক্তব্য দেন, জাহিদ হাসান এবং রামিশা অজহিয়া। এসময় আরো বক্তব্য দেন, বীরমুক্তিযোদ্ধা আ্যডভোকেট আব্দুস সামাদ, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বিভিন্ন প্রতিষ্ঠানের অফিসার, এনসিটিএফ এর জেলা ইয়ুথ মেন্টর ও শিশুসদস্য, অভিভাবকসহ সাংবাদিকবৃন্দ। সভায় উপস্থিত অতিথিরা শিশুশ্রম বাল্যবিয়ে নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানটির আয়োজন করে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি।