রবিবার :: ১০.০৯.২০১৭
বিশ্ব একাদশের হয়ে খেলতে গতকাল রাত ১২টায় পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়ে দিয়েছেন বাংলাদেশের তামিম ইকবাল। খেলা পাকিস্তানে হলেও তামিম প্রথমে যাচ্ছেন দুবাইয়ে। সেখানেই আসবে দলের বাকি ক্রিকেটাররা। অনুশীলন ও আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে দলটি একযোগে রওনা দেবে পাকিস্তানের লাহোরে। দলটির নেতৃত্ব দেবেন দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিস। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগামী ১২, ১৩ এবং ১৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিতব্য টি টোয়েন্টি ম্যাচগুলো আন্তর্জাতিক মর্যাদা দেওয়া হবে। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।