রবিবার ঃঃ ১৫.০১.২০১৭
আখেরি মোনাজাতে ‘আমিন আমিন’ ধ্বনির মধ্যদিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মোনাজাত পরিচালনা করেন ভারতের দিল্লীর মাওলানা মোহাম্মদ সা’দ। বয়ান শেষে আখেরি মোনাজাতে বিশ্বের সব মানুষের শান্তি কামনা করা হয়। ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠে তুরাগ পাড়। এদিকে, আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই টঙ্গীর তুরাগতীরের পথে শুরু হয় মানুষের ঢল। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে বঙ্গভবনের দরবার হলে পরিবারের সদস্য ও বঙ্গভবনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে আখেরি মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। চার দিন বিরতি দিয়ে আগামী ২০ জানুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।