বিশ্বমানের সেবা বাহিনীতে পরিণত হবে ফায়ার সার্ভিস বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আগামীর উন্নত ও স্মার্ট বাংলাদেশে অগ্নিদুর্ঘটনা মোকাবিলায় ফায়ার সার্ভিস বিশ্বমানের সেবা বাহিনীতে পরিণত হবে। অক্টোবর মাসের মধ্যেই প্রধানমন্ত্রী সারা দেশে আরও ৪৩টি ফায়ার স্টেশন উদ্বোধন করবেন। আজ দুপুরে এমার্জেন্সি রেসপন্স কন্ট্রোল সেন্টার (ইআরসিসি) প্রজেক্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এমার্জেন্সি রেসপন্স কন্ট্রোল সেন্টার (ইআরসিসি) প্রজেক্টের সুবিধা কাজে লাগিয়ে ফায়ার সার্ভিস মানুষের আরও আস্থার বাহিনীতে পরিণত হবে। বিপদগ্রস্ত মানুষকে সেবা দেয়া এবং মানুষের প্রত্যাশা অনুযায়ী সেবা দেওয়ার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ফায়ার সার্ভিস অগ্রণী ভূমিকা পালন করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top