
বিশ্বব্যাপী খাদ্য সঙ্কট মোকাবিলায় ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা যথেষ্ট নয়। এর জন্য প্রয়োজন আন্তর্জাতিক সংহতি। আজ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ‘দুর্ভিক্ষ ও সংঘাতজনিত বৈশ্বিক খাদ্য নিরাপত্তাহীনতা’ শীর্ষক উচ্চ পর্যায়ের বিতর্কে উল্লিখিত মন্তব্য করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আব্দুল মুহিত। বাংলাদেশ স্থায়ী মিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি আগস্ট মাসের জন্য নিরাপত্তা পরিষদে সভাপতির দায়িত্ব পালন করছে যুক্তরাষ্ট্র। এদিন যুক্তরাষ্ট্রের পক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।