বুধবার :: ১৫.০১.২০২০।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের আগে একটি যাত্রীবাহী বিমান থেকে ফেলা জ্বালানি আশপাশের কয়েকটি স্কুলের ওপর পড়েছে। এতে অন্তত ৬০ জন অসুস্থ হয়ে পড়েছে। এদের অধিকাংশই শিশু শিক্ষার্থী। তাদের ত্বক জ্বালাপোড়া ও শ্বাসকষ্টজনিত চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিবিসি। বিমান চলাচল আইন অনুযায়ী, জরুরি অবতরণের আগে জ্বালানি ফেলে দেওয়া যায়। তবে অতি উঁচু থেকে শুধু নিন্দিষ্ট এলাকায় এটি করা যায়। ডেল্টা এয়ারলাইন্সের ওই বিমানটি ইঞ্জিনের সমস্যার কারণে বিমানবন্দরে ফিরে যাচ্ছিল। এক বিবৃতিতে ডেল্টা কর্তৃপক্ষ জানিয়েছে, অবতরণের সময় বিমানের ওজন কমানোর জন্য ওই জ্বালানি ফেলা হয়েছিল।