সোমবার :: ১২.০৩.২০১৮
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল। আজ দুপুরে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান এ কথা জানান। তিনি বলেন, বিমানমন্ত্রী একেএম শাহজাহান কামাল গতকাল রাত ৯টায় আকস্মিক পরিদর্শনে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। এ সময় তিনি বিমানবন্দরের বিভিন্ন কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলেন।