বৃহস্পতিবার :: ২১.০৯.২০১৭
“শান্তির স্ব-পক্ষে আমরা সবার জন্য মর্যাদা-সম্মান সুরক্ষা” এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শান্তি দিবস-২০১৭ উদযাপিত হয়েছে। পীস প্রকল্পের আওতায় রুপান্তরের সহাযোগীতায় ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির বাস্তবায়নে জেলার এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য রাশেদুল হাসান বলেন। এছাড়াও নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ, শাহনেয়মতুল্লাহ কলেজ, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়, হোগলা উচ্চ বিদ্যালয়, শংকরবাটি হেফজুল উলুম এফ কে কামিল মাদ্রাসা, শংকরবাটি উচ্চ বিদ্যালয়, রাজরামপুর হামিদুল্লা স্কুল, গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয়, মুনসেফপুর ফাজিল মাদ্রাসায় এই দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও শিক্ষক সমাবেশের অনুষ্ঠিত হয়েছে।