বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে চাঁপাইনবাবগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

মঙ্গলবার ঃঃ ০৭.০৩.২০১৭

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন স্থানে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শহরের শহীদ মনিমুল হক সড়কের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, আজিজুর রহমান, ইকবাল মাহমুদ খান খান্নাসহ অন্যরা।অপরদিকে, নাচোলে ঐতিহাসিক ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেল নাচোল উপজেলার কসবা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আব্দুস সাত্তারের সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আজিজুর রহমান, গোলাবাড়ী কলেজের অধ্যক্ষ গাজিউল আলমসহ অন্যান্যরা।অন্যদিকে গোমস্তাপুরেও এ উপলক্ষে অন্যান্য কর্মসূচির পাশাপাশি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রহনপুর কলোনী মোড়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শাজাহান আনসারী মামলত। বক্তব্য দেন, সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমানসহ অন্যরা।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …