রবিবার :: ০১.০৪.২০১৮
বিভাগীয় পর্যায়ে ৩দিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্ভাবন করা হয়েছে। আজ সকালে রাজশাহী কলেজ অডিটরিয়ামে এই মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান। উদ্বোধন শেষে চাঁপাইনবাবগঞ্জ থেকে অংশ নেয়া প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি ও নামোশংকরবাটি কলেজের স্টলসহ বেশ কয়েকটি স্টল পরিদর্শন করেন তিনি। রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে ৩দিন ব্যাপি বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন, রাজশাহী জেলার জেলাপ্রশাসক এসএম আব্দুল কাদের, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) জাকির হোসেনসহ অন্যান্যরা। ৩দিন ব্যাপি বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলায় রাজশাহী বিভাগের ৮টি জেলা থেকে মোট ৫৪টি স্টল অংশ নিয়েছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে অংশ নিয়েছে মোট ৫টি স্টল। এগুলো হল, জেলা প্রশাসন চাঁপাইনবাবগঞ্জ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, তথ্য ও প্রযুক্তি অধিদপ্তর, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি, নবাবগঞ্জ সরকারী কলেজ ও নামোশংকর বাটি কলেজ। স্টল গুলোতে তুলে ধরা হচ্ছে বহুমূখী ডিজিটাল সুবিধা সমূহ।
Check Also
বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা
১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …