বুধবার :: ০৪.০৪.২০১৮
বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০১৭-২০১৮ এর বাস্তবায়নের লক্ষ্যে জেলা ক্রীড়া অফিসের সার্বিক ব্যবস্থাপনা ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় রাজশাহী বিভাগীয় দল গঠনের লক্ষে জেলা পর্যায়ে ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৬ খেলোয়াড় বাছাই সম্পন্ন হয়েছে। আজ ডা.আ.আ.ম মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এরশাদ হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এবং শিক্ষা ও আইসিটি আবু হায়াত রহমতুল্লাহ, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক তৌহিদুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের, জেলা তথ্য কর্মকর্তা ওয়াহিদুজ্জামান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আলমগীর হোসেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দার সহকারী পরিচালক মাহমুদুল হাসান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলমসহ অন্যরা। এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তোফাসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন উপজেলা থেকে আগত উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদকগণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ক্রীড়া অফিসার আখতারুজ্জামান রেজা তালুকদার রুমি। প্রতিযোগীতায় বিভিন্ন উপজেলা হতে মোট ৬১ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।