শনিবার :: ১৬.০৯.২০১৭
বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসরে রাজশাহী কিংসে খেলবেন মুস্তাফিজুর রহমান। আজ বিপিএলের খেলোয়াড় ড্রাফটে মুস্তাফিজুর রহমানকে দলে পেয়েছে রাজশাহী। এ প্লাস ক্যাটাগরিতে থাকা মুস্তাফিজুর রহমানের পারিশ্রমিক ৪৫ লাখ টাকা। ড্রাফটে সবার আগে খেলোয়াড় বাছাই করার সুযোগ পায় রাজশাহী কিংস। শুরুতেই মুস্তাফিজকে দলে নিতে ভুল করেননি বিপিএলের গত আসরের রানার্সআপরা। মুস্তাফিজ ইনজুরির কারণে গত বছরের বিপিএলে খেলেননি। এবার তার আইকন হওয়ার কথা ছিল। কিন্তু বিপিএলে একটি দল কমে যাওয়ায় আইকন খেলোয়াড় তালিকা থেকে ম্স্তুাফিজের নাম কাটা পড়ে। একমাত্র খেলোয়াড় হিসেবে এ প্লাস ক্যাটাগরিতে মুস্তাফিজকে রাখে বিপিএল গভর্নিং কাউন্সিল।