বুধবারঃ ০৯.০৮.২০১৭
বিপিএল নিয়ে নাটকের শেষ হতে চেয়েও যেন হয় না! বারবার বিতর্ক জড়িয়ে পড়ে বিপিএলের সঙ্গে। এবার নতুন করে জড়াল আরেকটি বিতর্ক। শর্ত না মানায় বিপিএলের পঞ্চম আসরে খেলতে দেয়া হবে না বরিশাল বুলসকে। নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা। বিকেলে ঢাকা ক্লাবে আফজালুর রহমান সিনহা বলেন, বিপিএল নিয়ে সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে, সিদ্ধান্তও নিয়েছি। ফ্র্যাঞ্চাইজি পরিচালনার জন্য যে টাকা দেয়ার কথা সেটা বরিশাল বুলস দিতে ব্যর্থ হয়েছে। এ কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি বরিশাল বুলস এবারের আসরে অংশ নিতে পারবে না। বিপিএল হবে ৭ দলের।