বিতর্কের মাঝে সুখবর দিলেন পরীমণি

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি ব্যক্তিগত জীবন নিয়েই বেশি শিরোনামে থাকেন। অভিনেতা শরীফুল রাজের সঙ্গে দাম্পত্যের নানা বিতর্কের মাঝে এবার জানা গেলো কলকাতার সিনেমায় অভিনয় করবেন পরীমণি। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের মাধ্যমে দর্শকদের জন্যে এমন সুখবর পরী নিজেই জানালেন।

পরীর কথায়, কলকাতার সিনেমায় কাজ করছি। তবে এখনই বিস্তারিত কিছু বলতে চাই না। আমার ছেলের জন্মদিনের পর কলকাতায় যাব। ১০ আগস্ট এক বছরে পা দেবে পরীমণির ছেলে রাজ্য। বেশ জমকালো আয়োজনে ছেলের জন্মদিন পালনের পরই কলকাতায় যাবেন এই নায়িকা।

আইনিভাবে বিবাহবিচ্ছেদ না হলেও, বর্তমানে আলাদা থাকছেন শরিফুল রাজ ও পরীমণি। তবে ছেলে রাজ্য তার মায়ের সঙ্গেই রয়েছেন। উল্লেখ্য, পরীর স্বামী অভিনেতা শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন অভিনেত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও ফাঁস হয়। তিন অভিনেত্রী হলেন-সুনেরাহ, নাফিজা তুষি ও তানজিন তিশা। মূলত এ ঘটনার পর থেকেই আলাদা থাকছেন এই তারকা দম্পতি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top