সোমবার :: ১১.০৯.২০১৭
রাজধানীর হাতিরঝিলে অবৈধভাবে গড়ে ওঠা বিজিএমইএ ভবন ভাঙ্গতে এক বছর সময় চেয়ে করা আবেদনের ওপর শুনানি ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের এক নম্বর বেঞ্চে আবেদনটি শুনানির জন্য পাঠিয়ে দেয়া হয়েছে। আজ বিজিএমইএ এক সময় আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার জজ আদালতের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী শুনানির জন্য ওই দিন ধার্য করে দেন। এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বিজিএমইএর পক্ষে ছিলেন অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী ও ব্যারিস্টার ইমতিয়াজ মঈনুল ইসলাম।