শনিবার :: ০৭.০৪.২০১৮
সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগে আইনের খসড়া প্রায় চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ রাজধানীর অফিসার্স ক্লাবে বাংলাদেশ বার কাউন্সিলের নতুন আইনজীবীদের মাঝে সনদ বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, বিচারপতি নিয়োগে আইন প্রণয়নে সরকার সম্পূর্ণ একমত। শুধু আইন প্রনয়ণের প্রস্তুতি নয়, খসড়াও প্রায় তৈরি হয়ে গেছে। আশা করছি কিছু দিনের মধ্যে এটা মন্ত্রিপরিষদে নিয়ে যেতে পারব।