রবিবার ঃঃ ০৬.০৮.২০১৭
নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশে সরকারকে আরো দুই সপ্তাহ সময় দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে বিষয়টি সুরাহার জন্য আবারও বৈঠকের কথা বলেছেন প্রধান বিচারপতি। আজ সকালে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে চার সপ্তাহ সময় আবেদন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর আগে গত ৩০ জুলাইও শুনানিকালে বৈঠকের আহ্বান জানানো হয়।