বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট প্রকাশে আরও এক সপ্তাহ।

রবিবার ঃঃ ২৩.০৭.২০১৭
আইনমন্ত্রীর আশ্বাসের পর অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশে সরকারকে আরও এক সপ্তাহ সময় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ সময় আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৬ সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মামলার শুনানি করে সময় চেয়ে রাষ্ট্রপক্ষে আবেদন করেন। এর আগে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে দুই দফায় বৈঠক শেষে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছিলেন, নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালার গেজেট এই সপ্তাহের মধ্যেই চূড়ান্ত হবে।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …