শনিবার ঃঃ ২২.০৭.২০১৭
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বিএমইটিা সদর দপ্তরের নবনির্মিত নয়তলা ভবনের উদ্বোধন করা হয়েছে। আজ রাজধানীর কাকরাইলে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম। পরে তিনি বিএমইটির অধীন প্রতিষ্ঠানসমূহের অধ্যক্ষ ও সহকারী পরিচালকদের প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, আগে থেকেই বিদেশ গমনেচ্ছুক কর্মীদের দক্ষতা অর্জন, নিরাপদ অভিবাসন ও অভিবাসন ব্যয় সম্পর্কে অবহিত করবেন এবং গ্রাম পর্যায়ে সচেতনতামূলক প্রচার চালানোর অনুরোধ জানান।