বিএমইটির নয়তলা ভবনের উদ্বোধন।

শনিবার ঃঃ ২২.০৭.২০১৭

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বিএমইটিা সদর দপ্তরের নবনির্মিত নয়তলা ভবনের উদ্বোধন করা হয়েছে। আজ রাজধানীর কাকরাইলে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম। পরে তিনি বিএমইটির অধীন প্রতিষ্ঠানসমূহের অধ্যক্ষ ও সহকারী পরিচালকদের প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, আগে থেকেই বিদেশ গমনেচ্ছুক কর্মীদের দক্ষতা অর্জন, নিরাপদ অভিবাসন ও অভিবাসন ব্যয় সম্পর্কে অবহিত করবেন এবং গ্রাম পর্যায়ে সচেতনতামূলক প্রচার চালানোর অনুরোধ জানান।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …