বুধবার ঃঃ ০৮.০৩.২০১৭
আন্তর্জাতিক নারী দিবসে জেলায় ‘বাল্য বিয়ের ক্ষেত্রে অশিক্ষায় প্রধান সমস্যা’ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের প্রগতিশীল নারীদের সংগঠন জাগো নারী বহ্নিশিখার আয়োজনে শহরের আলীনগর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। পক্ষ দলে নবম শ্রেনীর ৩জন ও বিপক্ষ দলে দশম শ্রেনীর ৩জন শিক্ষার্থী বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়। যুক্তি তর্কে সম্মিলিতভাবে ভালো করায় বিজয়ী হয় পক্ষ দল, শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে বিপক্ষ দলের দলনেতা ইয়াসমিন খাতুন। বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, জাগো নারী বহ্নিশিখার আহ্বায়ক ও পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুকা বেগম, সদস্য সচিব ও সংকরবাটি পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোনোয়ারা খাতুনসহ অন্যান্যরা।