বৃহস্পতিবার :: ০৮.০১.২০১৮
সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের চকঝগড়– উ”চ বিদ্যালয়ের কলেজ মাঠে টি-টেন ক্রিকেট চ্যাম্পিয়ন লীগ ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। আজকের খেলায় চকঝগড়– সেবা সংঘ প্রথমে টসে জিতে ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্ব”েচা ২৬ রান করে বেনাউল এবং ১৪ রান করে ইব্রাহীম। ১০৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ৮৫ রান সংগ্রহ করে নয়াগোলা ক্রিকেট ক্লাব। দলের পক্ষে সর্ব”েচা রান ৪৬ রান করে সনি।