মঙ্গলবার::১৭.০১.২০১৭
গোদাগাড়ী উপজেলার বালিয়াঘাট্টা উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলায় জয় পেয়েছে দূরন্ত বালিয়াঘাট্টা। আজ তারা ১ উইকেটে বালিয়াঘাট্টা রাইডার্সকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে বালিয়াঘাট্টা রাইডার্স ১২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে ইদুল ৬৯, আসাদুল্লাহ ৪০ রান করে। ১১৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দূরন্ত বালিয়াঘাট্টা ১২ ওভারে ৯ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। দলের পক্ষে কাজল ৩৫ ও সামিউল ২২ রান করে। এখেলার ম্যান অব দ্যা ম্যাচ কাজল।
Check Also
জেলাশহরে গাড়িতে করে ন্যায্যমূল্যে মুরগি ডিম ও দুধ বিক্রি শুরু
১২ এপ্রিল সোমবার, ২০২১। করোনা পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে চাঁপাইনবাবগঞ্জ সদরে ভ্যান ও ট্রাকে …