শনিবার ঃঃ ১৪.০১.২০১৭
গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের বালিয়াঘাট্টা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্টের খেলায় জয় পেয়েছে বালিয়াঘাট্টা রাইডার্স। আজ তারা ৩ রানে বালিয়াঘাট্টা ওয়ারির্সকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে বালিয়াঘাট্টা রাইডার্স ১৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে ইদুল ৩৮, আহাদ রান করে। ১২৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বালিয়াঘাট্টা ওয়ারির্স ১৪ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৩ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সিহাব ও ইমন উভয়ে ২৭ রান করে। এখেলার ম্যান অব দ্যা ম্যাচ নাহিদ।