বুধবার:: ১৬.০৮.২০১৭
দুই লেগের ম্যাচে যে কোনো ফলাফলই সম্ভব। স্প্যানিশ সুপার কাপের ফিরতি লেগে বার্সেলোনার মুখোমুখি হওয়ার আগে এমনটাই জানিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। শিরোপা জয়ের লড়াইয়ে বাংলাদেশ সময় আজ রাত ৩টায় সান্তিয়াগো বার্নাব্যুতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সাকে স্বাগত জানাবে লস ব্লাঙ্কোসরা। মাত্র ৪ দিনের ব্যবধানে আবারও মুখোমুখি হচ্ছে বিশ্বের ২ জায়ান্ট ক্লাব রিয়াল ও বার্সা। কয়েকদিনের ব্যবধানে ফের ক্লাসিকোর উত্তাপ ও শিহরণ উপভোগ করতে পারবে বিশ্বের ফুটবলপ্রেমিরা।