বাজেটে পরিবহন, জ্বালানি শিক্ষা ও স্বাস্থ্য খাতে বেশি বরাদ্দ : অর্থমন্ত্রী

রবিবার :: ১৮.০৩.২০১৮

আগামী বাজেটেও পরিবহন ও জ্বালানি খাতে গুরুত্ব দিয়ে বেশি বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ ছাড়া বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতও গুরুত্ব পাবে বলে জানান তিনি। আজ রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী এ কথা জানান। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে এ সময় বিভিন্ন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি তাদের কথা বক্তব্য তুলে ধরেন। ২০১৭-১৮ অর্থবছরের বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করা হবে আগামী ১ জুন। আর এই বাজেট পেশের জন্য পরামর্শ দিতে এরই মধ্যে বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছেন। এর অংশ হিসেবেই এই আলোচনা হয়।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …