রবিবার ঃঃ ১১.১২.২০১৬
গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া ২ জন বাংলাদেশীকে পতাকা বৈঠকের পর ফেরত দিয়েছে বিএসএফ। আজ বিকেলে অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ’র বিওপি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক শেষে তাদের ফেরত দেওয়া হয়। ১৬,বিজিবি’র রহনপুর কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার আরিফুর রহমান জানান, সকালে সীমান্তবর্তী আনারপুর গ্রামের আলফু শেখের ছেলে তোতা শেখ ও একই গ্রামের মৃততেনু মন্ডলের ছেলে তাইজুদ্দিন সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করলে ৮২, বিএসএফ’র আশরাফপুর বিওপি’র সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। বিষয়টি জানতে পেরে তাদের পরিবারের লোকজন স্থানীয় বাঙ্গাবাড়ী বিজিবি ক্যাম্পে খবর দেয়। বিজিবি বিষয়টি বিএসএফকে অবহিত করে পত্র দিলে বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ১৬,বিজিবি’র বাঙ্গাবাড়ী বিওপি কমান্ডার নায়েব সুবেদার নাসিরউদ্দিন ও ৮২,বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন আশরাফপুর বিওপি কমান্ডার এসআই হারিশ শিং। পতাকা বৈঠক শেষে তাদের ফেরত দেয় বিএসএফ। জিজ্ঞাসাবাদ শেষে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে তিনি জানান।