সোমবার:: ১৫:০৫:২০১৭
গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের ২০১৭-২০১৮ অর্থ বছরে ১ কোটি ৬৭ লক্ষ ৮৩ হাজার ৫ শত ৬৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে আয়োজিত উন্মুক্ত বাজেট সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান সাদেরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, তোজাম্মেল হক সাপাটু, শিক্ষক আব্দুল মান্নান সান্টুসহ অন্যান্যরা। বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব শ্রী সজীব কুমার সাহা। বাজেটে মোট আয় ধরা হয়েছে ১ কোটি ৬৭ লক্ষ ৮৩ হাজার ৫ শত ৬৬ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬৭ লক্ষ ৮৩ হাজার ৩ শত ৬৬ টাকা।