বাংলাদেশ সফরে জেমস প্যাটিনসনের পরিবর্তে জ্যাকসন বার্ড।

শনিবার ঃঃ ০৫.০৮.২০১৭
বাংলাদেশ সফরে দলে আরেকটি পরিবর্তন এনেছে অষ্ট্রেলিয়া। আজ সকালে পেসার জেমস প্যাটিনসনকে রেখে বাংলাদেশ সফরের পরিবর্তিত দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এক ঘন্টার ব্যবধানে দলে পরিবর্তন আনতে হল তাদের। ব্যাক ইনজুরির কারণে খেলতে পারবেন না প্যাটিনসন। গত ১৬ জুন ক্রিকেট অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করে। ওই সময়ই সিএ জানিয়েছিল বাংলাদেশ সফরে নেয়া হবে আরও এক পেসার। পেসার মিচেল স্টার্ককেই নেয়া হত। কিন্তু ইনজুরি থেকে ফিরে স্টার্ক এখনও সুস্থ হয়ে উঠেননি। তার পরিবর্তে নেয়া হয়েছে লেগ স্পিনার মিচেল সোয়েপসনকে।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …