মঙ্গলবার :: ০৫.১২.২০১৭
এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সহায়তা ও আন্তঃযোগাযোগ বৃদ্ধির বিষয়ে জোর দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই অঞ্চলের মানুষের সার্বিক উন্নয়নের জন্যই এসব সহায়তা বাড়ানো উচিত। বাংলাদেশ পূর্ব ও পশ্চিমের দেশগুলোর মধ্যে সেতু হয়ে কাজ করতে পারে। সেজন্যে ঢাকার অদূরে নতুন বিমানবন্দর তৈরি করা হচ্ছে। ৩দিনের কম্বোডিয়া সফরে আজ দেশটির সাবেক প্রধানমন্ত্রী নরদম রানারিদ্ধের সঙ্গে বৈঠকে শেখ হাসিনা এসব কথা বলেন। তারা তাদের একটি সড়কের নাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় দেশটির সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।