শনিবার :: ১৭.০৩.২০১৮
শ্রীলঙ্কার বিপক্ষে নাটকীয় জয়ে তিন জাতির টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে উঠায় বাংলাদেশ দলের জন্য এক কোটি টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পক্ষ থেকে পুরস্কারের এই ঘোষণা দেয়া হয়। শুধু তাই নয়, আগামীকাল নিদাহাস ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিততে পারলে পুরস্কারের টাকার অংক আরও বাড়বে বলেও জানানো হয়েছে। এর আগে, লঙ্কানদের ১৬০ রানের দেওয়া টার্গেটে ব্যাট করতে নেমে শেষ ওভারে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের পরও মাহমুদুল্লাহর বীরত্বে এক বল হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।