বাংলাদেশ থেকে ৩ হাজার শ্রমিক নেবে সৌদি আরব।

বৃহস্পতিবার ঃঃ ২৭.০৭.২০১৭
চলতি বছরে বিভিন্ন খাতে প্রায় তিন হাজার বাংলাদেশি শ্রমিক নেবে সৌদি আরব। দেশটির জনশক্তি আমদানিকারক শীর্ষ এক প্রতিষ্ঠান রিয়াদে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত গোলাম মসিহকে এ তথ্য জানিয়েছেন। সৌদি আরবের দাম্মামে এক হোটেলে গতকাল বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহর সঙ্গে মতবিনিময়কালে বাংলাদেশি শ্রমিক নেওয়ার কথা জানান ওই কোম্পানির প্রধান নির্বাহী ফাহাদ আল সুলাইম। এসময় চলতি বছরেই বাংলাদেশি তিন হাজারেরও বেশি শ্রমিক নেওয়ার কথা জানান তিনি ।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …