
একদিন পর দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম কোনো দেশ হিসেবে টানেল যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। আগামীকাল প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে চালু হবে বাংলাদেশের প্রথম কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত ৩ দশমিক ৩২ কিলোমিটার দীর্ঘ বঙ্গবন্ধু টানেল। ইতোমধ্যে গতকাল সম্পন্ন হয়েছে টানেলের ভেতর দিয়ে গাড়ি চলাচলের চূড়ান্ত ট্রায়াল। ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজারের দূরত্ব ৪০ কিলোমিটার ও এক ঘণ্টা সময়ও কমিয়ে আনছে টানেলটি।
এদিকে, চট্টগ্রামের পতেঙ্গা থেকে আগামীকাল সকাল ১১টায় বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানটি বাংলাদেশ বেতারের মাধ্যমে রিলে করবে রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম। এ উপলক্ষ্যে রেডিও মহানন্দার সম্প্রচার কার্যক্রম বিকেল ৩ টার পরিবর্তে সকাল সাড়ে ১০ টায় শুরু হবে।