বৃহস্পতিবার ঃঃ ১০.০৮.২০১৭
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের ¯œাতক শেষ বর্ষের ৫ জন শিক্ষার্থী তাদের ইন্টার্নশিপ শুরু করেছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মৎস্য ও প্রাণীসম্পদ ইউনিটে। এ উপলক্ষ্যে আজ সকালে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নকিব হোসেন মিলনায়তনে ইন্টার্নশিপ শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়েছে। ওরিয়েন্টশনে উপস্থিত ছিলেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক হাসিব হোসেন, সহকারী কর্মসূচি ব্যবস্থাপক ফারুক আহমেদ, কৃষি ইউনিটের কৃষিবিদ আতাউর রহমানসহ অন্যান্যরা। ওরিয়েন্টশনে শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তাদের উদ্দেশ্য করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক হাসিব হোসেন বলেন, যে কোন চ্যালেঞ্জকে ধৈর্য্য ধরে অতিক্রম করতে পারলেই সফলতা আসবে। উল্লেখ্য, ৩ সপ্তাহব্যাপী এই ইন্টার্নশীপে শিক্ষার্থীরা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির বিভিন্ন ছাগল ও গাভী পালনসহ বিভিন্ন কর্মসূচিতে মাঠ পর্যায়ে পরিদর্শন করে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহের মাধ্যমে তাদের গবেষণা শেষ করবে।
Check Also
জেলাশহরে গাড়িতে করে ন্যায্যমূল্যে মুরগি ডিম ও দুধ বিক্রি শুরু
১২ এপ্রিল সোমবার, ২০২১। করোনা পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে চাঁপাইনবাবগঞ্জ সদরে ভ্যান ও ট্রাকে …