রবিবার ঃঃ ১৪.০৫.২০১৭
ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী দিনে বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যকার ম্যাচের সব টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আগামী ১ জুন ওভালে স্বাগতিক ইংল্যান্ডের মোকাবেলা করবে টাইগাররা। সাপ্তাহিক ছুটির দিনে হওয়ায় ২৪ হাজার ধারণ ক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামের ম্যাচটিকে ঘিরে দর্শকদের আগ্রহ বেশি বলে ধারণা করা হচ্ছে। চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ এর আগে ২০০০ সালে একবারই ইংল্যান্ডের বিপক্ষে খেলেছে। তখন অবশ্য টুর্নামেন্টটা আইসিসি নক-আউট ট্রফি নামেই পরিচিত ছিল। প্রায় দেড় যুগ পর আবারও ওই টুর্নামেন্টে দেখা যাবে বাংলাদেশ-ইংল্যান্ড এর জমজমাট লড়াই।