বাংলাদেশে ইউনিসেফের পরবর্তী কর্মসূচি নিয়ে চাঁপাইনবাবগঞ্জে কর্মশালা অনুষ্ঠিত।

মঙ্গলবার ঃঃ ০১.০৮.২০১৭

বাংলাদেশে ইউনিসেফের পরবর্তী কর্মসূচি ২০১৭-২০২০’র উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ এই কর্মশালার আয়োজন করে। ইউনিসেফ ও জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় জেলা পরিষদের সদস্যবৃন্দসহ শিক্ষাবিভাগ, স্বাস্থ্যবিভাগ ওজনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। স্থানীয় পর্যায়ে সক্ষমতাবৃদ্ধিকরণ এবং জনগণের ক্ষমতায়ন শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মইনুদ্দীন মন্ডল। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাব আলীর সভাপতিত্বে, অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. কাজী শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তৌফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান। এসময় ভিডিওচিত্রের মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন. ইউনিসেফের রাজশাহী ও রংপুর বিভাগের পুষ্টি বিষয়ক কর্মকর্তা এসকে শাহীদুল হাসান। এছাড়াও কর্মশালায় কর্মসূচি তুলে ধরেন ইউনিসেফের রাজশাহী বিভাগীয় কর্মসূচি কর্মকর্তা রমা সাহা।

Check Also

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ অর্জনকারী আটজনকে সংবর্ধনা

১৫ অক্টোবর ২০২২, শনিবার। জেলায় বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা ৯৩ …