বুধবার ঃঃ ১১.০৫.২০১৭
আগামী আগস্টে বাংলাদেশে দুটি টেস্ট খেলতে দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড জানিয়েছেন, বাংলাদেশে দল পাঠানোর প্রস্তুতি চলছে। সবকিছু চূড়ান্ত হবে নিরাপত্তা ও সূচি নিশ্চিত হওয়ার পর। তার বিশ্বাস, আগস্টে ঢাকা ও চট্টগ্রামে দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। নিরাপত্তা নিয়ে কোনো বাধা এবার থাকবে না।