শনিবার ০৪.০৩.২০১৭
বাংলাদেশে আরো ৬০ মেগাওয়াট বিদ্যুৎ রফতানি করবে ত্রিপুরা সরকার। ইতোমধ্যে ত্রিপুরাকে ভারত সরকার এ বিষয়ে অনুমতি দিয়েছে বলে সূত্র জানিয়েছে। ত্রিপুরার পালাটানা বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু হওয়ার পর রাজ্য থেকে সরাসরি ১শ’ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে রফতানি শুরু হয়। তারপর রাজ্যের নিপকো মনারচক বিদ্যুৎ কেন্দ্রের কাজ সম্পন্ন হলে আরো ১শ’ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে রফতানি করবে বলে আগ্রহ ত্রিপুরা সরকারের।