মঙ্গলবার::২২-০৮-২০১৭
বাংলাদেশের উন্নয়নে জাপানের সহায়তা অব্যাহত থাকবে বলে জাপান আশ্বস্ত করেছে। জাপানের বিদায়ী রাষ্ট্রদূত মাসাকো ওয়াতানোবে আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে বিদায়ী সাক্ষাতে একথা বলেন। বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের কয়েকটি মেগা প্রকল্পে ৬শ বিলিয়ন ইয়েন ঋণ সুবিধা প্রদান করছে জাপান। তার দায়িত্ব পালনকালে সব থেকে বড় সাফল্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর। বিদায়ী জাপানের রাষ্ট্রদূত তার দায়িত্ব পালনকালে সবরকমের সহযোগিতা প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সবসময়ই জাপানকে বড় বন্ধু বলে মনে করি কেননা তারা সবসময়ই বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা করে আসছে।