শনিবার::১১.০২.২০১৭
বাংলাদেশী নাগরিককে ফেরত দিয়েছে ৩৬ বিএসএফ ব্যাটালিয়নের নারুখাকী বিএসএফ ক্যাম্প। আজ সকালে ৯ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, গত ২৯ জানুয়ারী আনারুল ইসলামকে ধরে নিয়ে যায় ভারতীয় নাগরিক। গতকাল ৩৬ বিএসএফ ব্যাটালিয়নের নারুখাকী বিএসএফ ক্যাম্প এবং ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের চরবাগডাংগা কোম্পানীর সাথে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেয়া হয়। আনারুল সদর উপজেলার চরবাগডাংগা এলাকার আব্দুল হাকিমের ছেলে। স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে প্রয়োজনীয় প্রেষণা দেয়ার পর তাকে আতœীয় স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানায় বিজিবি।