বুধবার:: ১৬.০৮.২০১৭
পবিত্র হজ গমনেচ্ছুক ১ লাখ ১৮ হাজার ৯২৪ জন বাংলাদেশি হজযাত্রীকে ভিসা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এবার পবিত্র হজ পালনের জন্য সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশের সব হজযাত্রীকে ভিসা প্রদান করেছে। গতকাল সন্ধ্যায় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানায়। খবরটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা। বিবৃতিতে বলা হয়, ১৪ আগস্ট পর্যন্ত সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশের ১ লাখ ১৮ হাজার ৯শ’ ২৪ জন হজযাত্রীকে ভিসা দিয়েছে।